গুলশানে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
রাজধানীর গুলশানের শাহজাদপুর খালপাড় এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় শাহিনুর আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছে।
রোববার (১৬ মে) রাতে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্বজনরা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আব্দুস সাত্তার বলেন, ‘আমার স্ত্রী বাসা-বাড়িতে কাজ করে। রাতে বাসায় ফেরার পথে গুলশান শাহজাদপুর খালপাড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান তিনি। খবর পেয়ে আমরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানুর গ্রামে। গুলশান শাহজাদপুরের খালপাড় এলাকার নোয়াখাল্যারবাড়িতে থাকি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশান শাহজাদপুর এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে হাসপাতালে আনার পর মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/ডি