News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৪, ৫ মে ২০২১

বৃহস্পতিবার থেকে জেলা শহরে চলবে গণপরিবহন

বৃহস্পতিবার থেকে জেলা শহরে চলবে গণপরিবহন

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে সর্বাত্মক লকডাউন। তবে, সাধারণ মানুষের কথা চিন্তা করে বুধবার (৫ মে ) সরকার জেলা শহরে গণপরিবহন চলাচলের নির্দেশনা দিয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে  বৃহস্পতিবার (৬ মে) থেকে গণপরিবহন চালু হচ্ছে।

এদিকে বুধবার সরকারি ঘোষণার পরপর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণপরিবহন চলাচলের বিষয়টি গণমাধ্যমে জানানো হয়েছে। 

গণপরিবহন চলাচলের বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ সব জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে। ঢাকা মহানগরে গণপরিবহন চলাচলে সরকারের নির্দেশনা মেনে সব রুট মালিক সমিতি, পরিবহন কোম্পানির নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

নির্দেশনাগুলো হচ্ছে
মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে ওঠানো যাবে না। স্টাফদের গাড়ির মালিক মাস্ক সরবরাহ করবেন। গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে।  রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানির জিপির নামে কোনো ধরনের অর্থ গাড়ি থেকে আদায় করতে পারবে না।   

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়