খুলনার ৫০০ শ্রমিক পেলেন প্রধানমন্ত্রীর উপহার
মহান মে দিবস উপলক্ষে করোনায় কর্মহীন ৫০০ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়। শনিবার (১ মে) দুপুরে খুলনার শ্রম অধিদফতর চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান প্রধান অতিথি হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, সবজি ও মুরগির মাংস।
খাদ্য বিতরণকালে শ্রম প্রতিমন্ত্রী বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বঞ্চিত, মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু পরিত্যক্ত কলকারখানা জাতীয়করণ করে দেশের অর্থনীতিকে শক্তিশালী ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রমজীবী মানুষের জন্য কাজ করছেন। করোনা মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার।
এর আগে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শহিদ হাদিস পার্কে মহানগর ও জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাড়ে ৬০০ কর্মহীন শ্রমিকদের মাঝে চাল, ডাল, সেমাই ও চিনি বিতরণ করেন।
নিউজবাংলাদেশ.কম/ডি