News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫০, ২৯ এপ্রিল ২০২১

অক্সিজেন-ওষুধ উৎপাদন অব্যাহত রয়েছে বিসিকে

অক্সিজেন-ওষুধ উৎপাদন অব্যাহত রয়েছে বিসিকে

স্বাস্থ্য বিধি মেনে অক্সিজেন, ওষুধ, করোনা প্রতিরোধমূলক সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্য উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। 

বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানান।

তথ্য মতে, দেশে বিসিকের ৭৬টি শিল্পনগরী রয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের তারটিয়ায় অবস্থিত মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড করোনা চিকিৎসায় ব্যবহৃত মেডিক‌্যাল অক্সিজেন উৎপাদন করছে। প্রতিষ্ঠানটিতে প্রতিদিন ১০ হাজার ঘনফুট মেডিক‌্যাল অক্সিজেন উৎপাদিত করে। যা টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী, গাজীপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার হাসপাতাল ও ক্লিনিকে সরবরাহ করা হচ্ছে।

এছাড়া ওইসব বিসিক শিল্পনগরীতে করোনা প্রতিরোধমূলক পণ্য, পিপিই, মাস্ক, স্যানিটাইজার, সাবান ডিটারজেন্ট পাউডার, ফ্লোর ক্লিনার, জীবনরক্ষাকারী ওষুধ, হারবাল, ইউনানী ও এনিম্যাল ড্রাগস, শিশু খাদ্য, গূড়া দুধ, চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষার তেল, লবণ, পাউরুটি, কেক, বিস্কুট, চানাচুর, চিড়া, মুড়ি, গো খাদ্য, পোল্ট্রি ফিডস, ফিস ফিডস, ফিসিংনেট, সেন্টিফিউগাল পাম্প, কৃষিযন্ত্রপাতি, কীটনাশক, গুটি ইউরিয়া, দস্তাসার, তৈরি পোশাক, ড্রাইং কেমিক্যাল, তুলা উৎপাদন, ইলেকট্রিক ফ্যান, বাল্ব, প্লাস্টিকজাত পণ্যসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উৎপাদন অব্যাহত রয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে বিসিক শিল্পনগরীগুলোতে উৎপাদন অব্যাহত রাখতে প্রতিটি জেলায় মনিটরিং কমিটি গঠন করা হয়। বিসিক জেলা কার্যালয় ও শিল্পনগরীসমূহের কর্মকর্তা এবং শিল্প মালিক সমিতির প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মনিটরিং টিম উৎপাদনরত শিল্পকারখানাগুলো নিয়মিত পরিদর্শন করছে এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়