News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৬, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:৫০, ২৯ এপ্রিল ২০২১

করোনা: আরও ৮৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩৪১

করোনা: আরও ৮৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩৪১

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আবারও ৮৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২ হাজার ৩৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৩ জনে।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১২৩টি আরটি-পিসিআর ল্যাব, ৩৪টি জিন-এক্সপার্ট ল্যাব এবং ২০১টি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ৩৫৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৭২৩টি। ২৪ ঘন্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ২৮ হাজার ৯২৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৪ লাখ ৪৮ হাজার ৬৫৮টি।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।
২৪ ঘণ্টায় মৃত ৮৮ জনের মধ্যে পুরষ ৫২ জন ও নারী ৩৬ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮ হাজার ৩২১ জন এবং নারী ৩ হাজার ৭২ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ৫৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

মৃত ৮৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৮ জন, চট্টগ্রামে ২২ জন, সিলেটে ৫ জন, খুলনায় ১ জন, রাজশাহী ও বরিশালে চারজন করে ৮ জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে ৪ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ৮৫ জন ও বাড়িতে ৩ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫২৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৫১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ ২২ হাজার ৩৯৪ জন, আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ২ হাজার ৯৬৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৪২৭ জন।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়