News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৮, ২৪ এপ্রিল ২০২১

হেফাজতের আরও ২ নেতাকে গ্রেফতারের দাবি ছাত্রলীগের

হেফাজতের আরও ২ নেতাকে গ্রেফতারের দাবি ছাত্রলীগের

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের সঙ্গে জড়িত হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির ও জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোবারক উল্লাহকে গ্রেফতার দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।

শুক্রবার (২৩ এপ্রিল) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম কাসেমি হেফাজত থেকে পদত্যাগ করেছেন। তিনি তাণ্ডবের ঘটনায় জরিত হেফাজত নেতাকর্মীদের বিচার দাবি করেছেন। এর মধ্যদিয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত যে গত ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত তাণ্ডবের সঙ্গে হেফাজত এবং তাদের নেতা মাওলানা সাজিদুর রহমান এবং মাওলানা মোবারক উল্লাহ জড়িত ছিলেন। তাই হামলাকারী এবং হামলায় নির্দেশ দাতাদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দাবি জানানো হয়।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার অর্ধশতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এসব ঘটনায় ৫৬টি মামলা দায়ের হয়েছে। মামলাগুলোতে এজহারনামীয় আসামি ৪১৪ জন ও অজ্ঞাতনামা ৩৫ হাজারেরও বেশি। এসব মামলা শুক্রবার (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত ৩৪৬ জনকে গ্রেফতার করার কথা জানিয়ছে পুলিশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয় ১০ জনকে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়