News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১১, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:৩৬, ১৭ এপ্রিল ২০২১

হেফাজতের যুগ্ম মহাসচিব জুনায়েদ হাবীব গ্রেপ্তার

হেফাজতের যুগ্ম মহাসচিব জুনায়েদ হাবীব গ্রেপ্তার

হেফাজতে ইসলামের যুগ্ন মহাসচিব মোহাম্মদ জুনায়েদ আল হাবীবকে শনিবার গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এর আগে শনিবার দুপুরে হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

আগের দিন শুক্রবার হেফাজতের ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত আমির মাওলানা জুবায়ের আহমেদকে লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের এই বিভাগ।

গোয়েন্দা পুলিশের যুগ্ন কমিশনার মাহবুব আলম জানান, শনিবার বিকালে জুনায়েদ আল হাবীবকে বারিধারা জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়।

কেন্দ্রীয় কমিটির দায়িত্ব ছাড়াও তিনি ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতির দায়িত্বে রয়েছেন।

২০১৩ সালে শাপলা চত্বর এলাকায় হেফাজতের নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে জানিয়ে ওই গোয়েন্দা কর্মকর্তা জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতের নাশকতার সঙ্গে তিনি জড়িত কিনা সেটিও তদন্ত করে দেখা হবে।

এর আগে শনিবার দুপুরে হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা মাহবুব আলম বলেন, ২০১৩ সালে শাপলা চত্বর এলাকায় হেফাজতের নাশকতার ঘটনার সাথে জালাল উদ্দিনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এ ছাড়া সম্প্রতি মতিঝিল এলাকায় নাশকতার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

জালাল উদ্দিন খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিবের দায়িত্বেও রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়