News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০০, ১৬ এপ্রিল ২০২১

শনিবার থেকে দুবাই মাস্কাট দোহা ও সিঙ্গাপুরে ইউএস-বাংলার ফ্লাইট

শনিবার থেকে দুবাই মাস্কাট দোহা ও সিঙ্গাপুরে ইউএস-বাংলার ফ্লাইট

বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে পৌঁছানোর সুবিধার্থে  শনিবার থেকে পরবর্তী সাত দিন দুবাই, মাস্কাট, দোহা ও সিঙ্গাপুরে ২১টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

শুক্রবার দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১টি ফ্লাইটের মধ্যে নয়টি ফ্লাইট দুবাই, সাতটি মাস্কাট, চারটি দোহা ও একটি সিঙ্গাপুরে যাবে। সরকারের নির্দেশনা মেনে এসব ফ্লাইটের সব যাত্রীকে বাধ্যমামূলকভাবে ভ্রমণের ৭২ ঘণ্টা আগে কোভিড-১৯’র নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।

এ ছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য থেকে যেসব যাত্রী দেশে আসবে, প্রত্যেকের জন্যেই সরকারের নির্দেশনা অনুযায়ী নিজ খরচে প্রাতিষ্ঠানিক কিংবা হোটেলে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রলায় বৈঠকে শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে প্রায় ১০০টি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে প্রায় ২০ থেকে ২৫ হাজার অভিবাসী শ্রমিকদের তাদের নিজ নিজ কর্মস্থলে ফেরার সুযোগ করে দিতে সরকার এ সিদ্ধান্ত নেয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়