News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০২, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৫২, ১৫ এপ্রিল ২০২১

কর্মস্থলে যেতে আসতে মুভমেন্ট পাস লাগবে না `যাদের`

কর্মস্থলে যেতে আসতে মুভমেন্ট পাস লাগবে না `যাদের`

করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে চলছে কঠোর লকডাউন। অপ্রয়োজনীয় চলাচলে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে ব্যাংক, শিল্পকারখানা ও হাসপাতাল খোলা আছে। জরুরি সেবা খাতগুলোও খোলা রয়েছে। কারা বের হতে পারবেন, কারা পারবেন না, এ নিয়ে ভুল–বোঝাবুঝির ঘটনাও ঘটছে। পুলিশ এমন অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যারা জরুরি সেবার আওতায় পড়েছেন। পুলিশের বিরুদ্ধে কর্মস্থলে যেতে বাধা প্রদান করা, জরিমানা আদায় এমনকি লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে।
এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর জানিয়েছে কারা বিধিনিষেধের আওতামুক্ত। যাদের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। কেবল পরিচয়পত্র প্রদর্শন করেই কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।
চলমান লকডাউনে বিধিনিষেধের আওতামুক্ত যারা:
১. ডাক্তার
২. নার্স
৩. মেডিকেল স্টাফ
৪. কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ
৫. ব্যাংকার
৬. ব্যাংকের অন্যান্য স্টাফ
৭. সাংবাদিক
৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান
৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী
১০. বেসরকারি নিরাপত্তাকর্মী
১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী
১২. অফিসগামী সরকারি কর্মকর্তা
১৩. শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা
১৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য
১৫. ফায়ার সার্ভিস
১৬. ডাকসেবা
১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা
১৮. বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা
চেকপোস্টে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, তাদের এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়