News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৭, ১৪ এপ্রিল ২০২১

অলিগলিতে দোকান খোলা

অলিগলিতে দোকান খোলা

চলমান লকডাউনে কঠোর বিধিনিষেধের কারণে রাস্তায় তেমন একটা গাড়ি নেই। কিছু ব্যক্তিগত ও অফিসিয়াল গাড়ি চলছে। রাস্তায় কমবেশি আছে মোটরসাইকেলও। রাস্তায় বিধিনিষেধের কিছুটা প্রভাব দেখা গেলেও নগরীর অলিগলিতে দোকান পাট খোলা রয়েছে। এক্ষেত্রে অর্ধেক ঝাঁপ খোলা রেখে চলছে মুদি দোকান। বুধবার রাজধানীর শাহীনবাগ বউবাজার ও আড়জতপাড়া এলাকায় এ চিত্র দেখা গেছে।

শাহীনবাগ বউবাজারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বাজারে কঠোর বিধিনিষেধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। তবে গলিগুলোতে বাজারের চেয়ে ভিড় কম। গলির কম বেশি প্রায় সব মুদি দোকানই খোলা রয়েছে। দোকানের অর্ধেক ঝাঁপ বন্ধ ও অর্ধেক ঝাঁপ খোলা রেখে কেনাকাটা চলছে।

রাজধানীর মহাখালী রেলগেইটে দেখা গেছে, রাস্তায় তেমন একটা গাড়ি নেই। কিছু ব্যক্তিগত ও অফিসের গাড়ি চলাচল করছে। রয়েছে মোটরসাইকেলও। রাস্তায় কোনো সিএনজি দেখা যায়নি। তবে রিকশা লক্ষ্য করা গেছে।

গাড়িতে বই বিক্রেতা আতিক সারাবাংলাকে বলেন, “সরকারি বিধিনিষেধ বড় লোকের জন্যে। আমাদের জন্যে শুধুই কষ্ট। গাড়িতে বই বিক্রি করতাম। এখন কাজ নেই। তাই চিন্তার শেষ নেই।”

তিনি বলেন, “আগেরবার পুলিশের গাড়ি দেখলে দৌড়ে দূরে পালাতাম। এখন আগের মতো কড়া বিধিনিষেধ নেই।”

এদিকে, পুরাতন বিমানবন্দরের সামনে দেখা গেছে, পুলিশ চেকপোস্ট বসিয়ে রাস্তায় থাকা গাড়ি তল্লাশি করা হচ্ছে। পাস না দেখাতে পারলে মামলাও দেয়া হচ্ছে। বিজয় সরণিতে দেখা গেছে, বিজয় সরণি থেকে তেজগাঁও শিল্প এলাকায় যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। শহরের বেশ কিছু রাস্তাও বন্ধ রয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়