‘নিখোঁজ’ মামুনুলের দ্বিতীয় স্ত্রীর ঘরে মিলল ৩ ডায়েরি
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের দ্বিতীয় স্ত্রীর খোঁজ পাচ্ছেন না বলে জানিয়েছে তার পরিবার।
এই তথ্য জানিয়ে শনিবার রাতে রাজধানীর পল্টন থানায় তার ছেলে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ডায়েরিতে এই তরুণ জানান, তার মায়ের ঘর থেকে তিনটি ডায়েরি পাওয়া গেছে। তাকে অনুসরণ করা হচ্ছে। নিজের জীবন নিয়ে শঙ্কায় আছে বলে জানায় ওই তরুণ।
মামুনুলের দ্বিতীয় স্ত্রীর ছেলে জানান, গত ৩ এপ্রিল ধানমন্ডির নর্থ সার্কুলার রোডের বাসা থেকে তার মা বের হয়। এরপর থেকে মায়ের খোঁজ পাচ্ছে না সে। জিডির ভিত্তিতে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক।
মায়ের কক্ষে তিনটি ডায়েরি পাওয়ার কথা জানিয়ে এই তরুণ জানায়, সেগুলো নিয়ে বের হওয়ার পর কয়েকজন অপরিচিত ব্যক্তি তাকে অনুসরণ করছে বলে সে বুঝতে পেরেছে। এতে করে সে নিরাপত্তা নিয়ে শঙ্কিত বোধ করছে।
ওসি আবু বকর বলেন, ডায়েরিগুলো রেখে তার আবেদনের পরিপ্রেক্ষিতে একটি সাধারণ ডায়েরি করা হয়। বিষয়টির তদন্ত চলছে।
গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীসহ অবরুদ্ধ হন হেফাজত নেতা মামুনুল হক। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সেখানে যান। পরে হেফাজতের কর্মীরা গিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়।
মামুনুলের দাবি, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। তবে তা নিয়ে নানা আলোচনা চলছে। সামাজিকমাধ্যমেও মামুনুল ও ওই নারীর কথোপকথনের নানা অডিও ভাইরাল হয়েছে।
ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছেন, যে নারীর ছেলে জিডি করেছেন, ওই নারীই সেদিন সোনারগাঁওয়ে মামুনুলের সঙ্গে ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি