News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২০:২৭, ২ ফেব্রুয়ারি ২০২১

টিকা নেওয়ার মাধ্যমেই দেশ করোনামুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

টিকা নেওয়ার মাধ্যমেই দেশ করোনামুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাম ও পোলিওর মতো রোগ দূরীকরণে আমাদের টিকা নিতে হয়েছে। করোনা ভাইরাস দূর করতেও আমাদের টিকা নিতে হবে। টিকা নেওয়ার মাধ্যমেই দেশ করোনামুক্ত হবে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব ক্রান্তীয় অবহেলিত রোগ (এনটিডি) দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার জন্য সবাইকে নিবন্ধন করতে হবে। যারা অনলাইনে আবেদন করতে অপারগ, তাদের ইউনিয়ন তথ্যকেন্দ্র থেকে সহায়তা দেওয়া হবে। এ ছাড়া টিকা কেন্দ্রে গিয়ে ফরম পূরণ করে নিবন্ধন করা যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন, ‘ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে করোনা টিকা দেওয়া হবে। সরকারের টাকায় কেনা একটি ভ্যাকসিনও যেন অপচয় না হয়, সে ব্যাপারে কঠোর নজরদারি রাখা হচ্ছে।’
রোগ নিয়ন্ত্রণ ও সংক্রামণ রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. নাজমূল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বারদান জং রানাসহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনসিডিসির লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়