News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৬, ২১ জানুয়ারি ২০২১
আপডেট: ২০:০৩, ২১ জানুয়ারি ২০২১

করোনা: ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৮৪, মৃত্যু ১৬

করোনা: ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৮৪, মৃত্যু ১৬

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৫৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৩০ হাজার ২৭১ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৬৬ জনে।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২০০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৬টি, জিন-এক্সপার্ট ২৮টি, র্যাপিড অ্যান্টিজেন ৫৬টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৭৯৭টি। ২৪ ঘন্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭৬১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ১৫ হাজার ৪২৮টি।
২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ৫ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ হাজার ৩৭ জন এবং নারী ১ হাজার ৯২৯ জন।
মৃত ১৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন এবং চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে একজন করে ৩ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ১৫ জন ও বাড়িতে ১ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮১ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৫৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৮ হাজার ৪৩৭ জন, আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮৭ হাজার ৫৯০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৮৪৭ জন।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়