News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫১, ২১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৬:৫৬, ২১ ডিসেম্বর ২০২৪

সাবেক সচিব ইসমাইল হোসেন ২ দিনের রিমান্ডে

সাবেক সচিব ইসমাইল হোসেন ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেন। ছবি: সংগৃহীত

বিদেশ গমনের সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেপ্তার সমাজকল্যাণ ও খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. ইসমাইল হোসেনকে দুই দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামি ইসমাইল হোসেনকে জিডি মূলে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

ওসি এরশাদ আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সাবেক সচিব ইসমাইল হোসেন। সে সময় তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

সাবেক সচিব ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য। তিনি খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়