News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৮, ২০ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৪:১৯, ২০ ডিসেম্বর ২০২৪

উত্তরায় রেস্টুরেন্টে আগুন, ৭ জনকে জীবিত উদ্ধার 

উত্তরায় রেস্টুরেন্টে আগুন, ৭ জনকে জীবিত উদ্ধার 

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত মোট ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত লাভলীন রেস্টুরেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট যায়। পরে আরও ৪টি ইউনিট যোগ দেয়। বর্তমানে সেখানে মোট ১২টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন আরও বলেন, দুপুর পৌনে ১টা পর্যন্ত ফায়ার সার্ভিস ৬ জনকে জীবিত উদ্ধার করেছে। পরে আরও একজনকে উদ্ধার করা হয়।

আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি ও উদ্ধার কাজ চলমান রয়েছে জানিয়েছেন তিনি। আনারুল ইসলাম দোলন বলেন, আগুন নিয়ন্ত্রণ ও আমাদের উদ্ধার কার্যক্রম কাজ চলমান রয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়