News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৪, ১৮ ডিসেম্বর ২০২৪

বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না 

বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না 

প্রতীকী ছবি

পাইপলাইনে জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর যাত্রাবাড়ী ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার আট ঘণ্টা গ্যাস থাকবে না।

বিতরণকারী সংস্থা তিতাস বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বল হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মীরহাজীরবাগ আদর্শ স্কুল রোড, যাত্রাবাড়ী, ঘুণ্টিঘর, গেণ্ডারিয়া রোড ও জুরাইন খন্দকার রোড সংলগ্ন এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়