স্ত্রী-ভাইসহ ডিবি হারুনের ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা
ফাইল ছবি
প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন।
মামলার এজাহারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকা, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকা ও হারুনের ভাই এ বি এম শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
হারুনের বিরুদ্ধে করা মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, হারুন অর রশীদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধানের পদসহ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে নিজ ক্ষমতার অপব্যবহার করেছেন।
ক্ষমতা ব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেন আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ও ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় মামলায় হারুনের সঙ্গে আসামি করা হয়েছে তাঁর স্ত্রী শিরিন আক্তারকে। শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৫৪৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি (শিরিন আক্তার) প্রেসিডেন্ট রিসোর্টের পরিচালক। ২০০৭ সাল থেকে সন্তানসহ স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন। হারুনের অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এ সম্পদ গড়েছেন শিরিন।
আসামিদের বিরুদ্ধে ২০০৪ এর ২৭(১) ও দণ্ডবিধি’র ১০৯ ধারায় অভিযোগ এনে মামলাটি করেছেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।
দুদকের তৃতীয় মামলায় আসামি করা হয়েছে হারুনের ছোট ভাই ডা. এবিএম শাহরিয়ারকে। তার বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এবিএম শাহরিয়ার ২০১৯ সালে হলি ফ্যামিলি হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে বর্তমানে প্রেসিডেন্ট রিসোর্টসহ ৩টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মালিক।
এই মামলার বাদী দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।
গত ২৪ অক্টোবর অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ডিবি হারুনসহ তার স্ত্রী ও শ্বশুরসহ ১২ জনকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য ৩১ অক্টোবর ও ৩ নভেম্বরে তলব করা হয় তাদের।
সংস্থাটি জানায়, তলবে সাড়া না দিলে ধরে নেওয়া হবে, অবৈধ সম্পদের বিষয়ে কোনো বক্তব্য নেই অভিযুক্তদের।
নিউজবাংলাদেশ.কম/পলি