News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪২, ১৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৯:২৬, ১৭ ডিসেম্বর ২০২৪

ওবায়দুল কাদের দেশেই ছিলেন জানত না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওবায়দুল কাদের দেশেই ছিলেন জানত না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

৫ আগস্টের পর তিন মাস সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের দেশেই ছিলেন এমন কোনো বিষয় সরকার জানতো না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, জানলে তখনই তাকে গ্রেফতার করা হতো।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগীর আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ১৬ এমপিকে আগেই দেশ থেকে ভাগিয়ে দিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, যারা দোষী না, মামলা হলেও তাদের কিছুই হবে না। পুলিশের মনোবল ফিরেছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়