News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০৮, ১৬ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১০৭ 

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১০৭ 

ফাইল ছবি

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৯ জনে। 

একই সময়ে ১০৭ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, ফলে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৯৮ হাজার ৯৮৪ জনে।  

সোমবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১০৭ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৯৮ হাজার ৯৮৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ২ জন, চট্টগ্রামে ২৫ জন, ঢাকার বাইরে ২০ জন, ঢাকা উত্তর সিটিতে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২১ জন, খুলনায় ৬ জন, রাজশাহীতে ২ জন, ময়মনসিংহে ৭ জন এবং সিলেটে ১ জন রয়েছেন।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২০১ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯৬ হাজার ৮৬৩ জন ছাড়পত্র পেয়েছে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। এ সময়ে মারা যাওয়া ৫৪৯ জনের মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়