News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৭, ১৬ ডিসেম্বর ২০২৪

সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) শোকজ করা হয়েছে।

পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস) মো. তানভীর সালেহীন ইমন কারণ দর্শানোর নোটিশ জারি করেন। 

গত ১৫ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে সারদা পুলিশ একাডেমি থেকে তাদের কাছে এই চিঠি পৌঁছে দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে। 

বিসিএস ৪০তম ব্যাচের ৬৩ জন ও ৩৮ তম ব্যাচের তিন জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ এএসপি এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন। এর আগে দুই দফা তাদের সমাপনী কুচকাওয়াজের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এদিকে শোকজের কপি গণমাধ্যমের হাতে এসে পৌঁছেছে। 

১৫ ডিসেম্বর স্বাক্ষরিত এক এএসপিকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকেলে দৌড় না দিয়ে তারা এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। এ ছাড়া তারা অন্যদের শৃঙ্খলা ভঙ্গে উৎসাহিত করে। 

নোটিশে আরও বলা হয়, আপনার এ ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থী, যা অসদাচারণের শামিল। আপনার এহেন কার্যকলাপ ও আচরণের প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রেরণ করা হবে না তার কারণ ব্যাখ্যা পূর্বক নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়