বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজয় দিবস উদযাপন
ছবি: সংগৃহীত
নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
দিনটি উপলক্ষ্যে রবিবার ভোরে সূর্যদয়ের সাথে সাথে বিমানের প্রধান কার্যালয়, বিক্রয় অফিস, বিমানের সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বলাকা ভবন চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান, বিমানের পরিচালকবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ বিমানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, বিমানের বিভিন্ন সংগঠন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
দিবসটি উপলক্ষ্যে বীর শহিদদের আত্মার শান্তি কামনায় ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে বিমানের মসজিদগুলোতে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বিজয় দিবস উপলক্ষ্যে কেবিন ক্রুরা বিমানের সকল ফ্লাইটে যাত্রীদের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবার (বালিকা), তেজগাঁও-এ বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) থেকে বিশেষ খাবার সরবরাহ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এনডি