News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২১, ১৫ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৩৭৩ 

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৩৭৩ 

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৩ জন। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি।

ররিবার (১৫ ডিসেম্বর)  স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে ৫৪৮ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৮ হাজার ৮৭৭ জন।

এতে আরও বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১২৪ জন, ঢাকা বিভাগে ৯৬ জন, চট্টগ্রামে ৩৪ জন, বরিশাল বিভাগে ৩৬ জন, খুলনায় ৪৪ জন, রাজশাহীতে ২০ জন, ময়মনসিংহে ১৫ জন, রংপুর ও সিলেট বিভাগে দুইজন করে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৬৬৭ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬৫০ জন; আর ১ হাজার ১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

চলতি ডিসেম্বরের প্রথম ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ৪০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৬০ জনের।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়