টানা শৈত্যপ্রবাহে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি
ফাইল ছবি
টানা তিন দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ০৯-১০ ডিগ্রি সেলসিয়াস ঘরে ওঠানামা করছে। সূর্যেরও দেখা মিলছে না প্রায় একসপ্তাহ থেকে। সকালে সোনালি আলো ছড়িয়ে সূর্য উঠলেও রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে হাড় কাঁপানো কনকনে শীত।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগে ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে আসে। এরপর শুরু হয় চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। টানা তিনদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
স্থানীয়রা জানায়, প্রতিদিন দুপুরের পর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাপানো শীত অনুভূত হচ্ছে। দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ দেখা দিয়েছে। দুর্ভোগ বেড়েছে রিকশা ও ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষের।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আজ রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শীতের তারতম্য নির্ভর করে বাতাসের দিক ও গতির ওপর।
সাধারণত শীতকালে বাতাসের স্বাভাবিক গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বা তারও বেশি হয়। কোনো অঞ্চলে দীর্ঘক্ষণ কুয়াশা পড়লে শীত বেশি হয়। কারণ সূর্যের আলো কুয়াশা ভেদ করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। ফলে ঠান্ডা বেশি অনুভূত হয় বলে জানান এই আবহাওয়াবিদ।
এদিকে টানা শৈত্যপ্রবাহের কাছে কাবু হচ্ছে চুয়াডাঙ্গার জনপদ। তিনদিন ধরে তাপমাত্রার পারদ বিরাজ করছে এক অংকের ঘরে।
রবিবার (১৫ ডিসেম্বর) এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে, গতকাল তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মূলত সন্ধ্যারাত থেকে সকাল অবধি থাকছে শীতের দাপট। দিনের কিছু সময় দেখা মিলছে সূর্যের। তবে উত্তাপ পাওয়া যাচ্ছে না। সেই সাথে বইছে হিমেল বাতাস।
সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বেড়িয়েছে শ্রমজীবী ও দিনমজুররা। কাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে কাজ না পেয়ে ফিরে গেছেন। আবার অনেকে কাজ পেয়েও শীতের তীব্রতার কারণে হার মানতে হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। তবে আগামী দু-একদিন পর তাপমাত্রার কিছুটা উন্নতি হতে পারে। এরপর আবারও হ্রাস পাবে তাপমাত্রা।
নিউজবাংলাদেশ.কম/পলি