News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০১, ১০ ডিসেম্বর ২০২৪

নিজ উদ্যোগে পানি নিঃসরণ না করলে কারখানা বন্ধ করুন: সাখাওয়াত

নিজ উদ্যোগে পানি নিঃসরণ না করলে কারখানা বন্ধ করুন: সাখাওয়াত

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। ফাইল ফটো

নদীপাড়ের কারখানা মালিকদের নিজ ব্যবস্থা ও উদ্যোগে কারখানার পরিত্যাক্ত পানি নিঃসরণ করতে বলেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। তা না হলে কারখানা বন্ধ করে দিতে বলেছেন তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ‘বাংলাদেশে নদ-নদীর সংখ্যা নির্ধারণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
 উপদেষ্টা বলেন, ‘বুড়িগঙ্গা নদীর পাড়ে গেলে আতর মেখে যেতে হয়৷ এই শীতে নদীটা পরিষ্কারে উদ্যোগ নেয়া হয়েছে। কতখানি সম্ভব হবে, সেটা নিয়েও সংশয় রযেছে।’

নদীর ওপরের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ড্রেনগুলো বন্ধ করার কথা জানিয়েছেন সাখাওয়াত হোসেন।
 
নদীর নাব্যতা নিয়ে উপদেষ্টা বলেন, ‘বালু উত্তোলনের ফলে নদীর নাব্যতা কমে যাচ্ছে। এ বিষয়ে সতর্ক হতে হবে। নদীকে বাঁচাতে ও নাব্যতা কমাতে দূষণ কমাতে হবে।
 
এদিকে, ঢাকার মধ্যে মোট ২১টি খাল দখলমুক্ত করতে গঠিত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 
এসময় প্রত্যেক জেলায় নদ-নদীকে দখলমুক্ত করতে প্রয়োজনীয় বাজেট দেয়ার তাগিদ দেন তিনি। 

পরিবেশ উপদেষ্টা বলেন, প্রতিটি মন্ত্রণালয়কে সমন্বয় করে নদ-নদীর তালিকা পুনরায় প্রকাশ করা হয়৷ এতে ভূমি মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি।
 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়