বেশি ঘুষ বিচারিক সেবায়, বেশি দুর্নীতি পাসপোর্ট সেবায়: টিআইবি
ছবি: সংগৃহীত
২০২৩ সালে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাতের তালিকায় প্রথমে রয়েছে পাসপোর্ট সেবায় আর বেশি ঘুষ দিতে হয় বিচারিক সেবা নিতে গিয়ে। এমন তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এছাড়া দুর্নীতিগ্রস্ত খাতের তালিকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বিআরটিএ'র নামও রয়েছে বলে টিআইবির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর)ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘সেবা খাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ ২০২৩ প্রতিবেদন’ প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সেবা পেতে খানা বা পরিবারপ্রতি ৫ হাজার ৬৮০ টাকা ঘুষ দিতে হয়েছে। গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা ও ব্যাংকখাতে। সেবা পেতে ৭০ দশমিক ৯ শতাংশ পরিবার দুর্নীতি ও ৫০ দশমিক ৮ শতাংশ পরিবার ঘুষের শিকার হয়েছে। ৮ বিভাগের ১৫ হাজার ৫১৫টি পরিবারের তথ্য এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৪ সালের ১৩ মে থেকে ৩ আগস্ট পর্যন্ত জরিপ পরিচালনা করা হয়।
পাসপোর্ট খাত সবচেয়ে বেশি দুর্নীতিতে নিমজ্জিত জানিয়ে তিনি আরও বলেন, '২০২৩ সালে দুর্নীতিগ্রস্ত পাঁচ সেবা খাতের মধ্যে শীর্ষে ছিল পাসপোর্ট খাত। উচ্চপর্যায়ের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে পুলিশ।'
তিনি আরও বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল থেকে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রাক্কলিত পরিমাণ ১ লাখ ৪৬ হাজার ২৫২ কোটি টাকা। দুর্নীতিবাজদের আগের মতো মানুষ ঘৃণা করে না। দুর্নীতিবাজদের অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়, ধর্মীয় প্রতিষ্ঠানে সভাপতি করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি