News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৬, ২ ডিসেম্বর ২০২৪

এবার রেলওয়ের ৫১৬ পদের এমসিকিউ পরীক্ষা বাতিল

এবার রেলওয়ের ৫১৬ পদের এমসিকিউ পরীক্ষা বাতিল

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। ছবি: সংগৃহীত

প্রশ্নফাঁসের অভিযোগ উঠায় বাংলাদেশ রেলওয়ের দশম গ্রেডের ১১ ক্যাটাগরির ৫১৬টি উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা বাতিল করা হয়েছে। 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষা পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নেয়া এমসিকিউ লিখিত পরীক্ষা বাতিল করা হলো। এ পদের পরীক্ষা আগামী ২০২৫ সালের মার্চে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ এবং সময়সূচি পরবর্তী সময়ে পিএসসির ওয়েবসাইট এবং গণমাধ্যমে জানানো হবে।

পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইন সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্রশ্নফাঁসের অভিযোগটি যদি আগে জানানো হতো, তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল। তবে পরীক্ষার দুই দিন পর অভিযোগ ওঠায় বিষয়টি নিশ্চিত হওয়ার সুযোগ ছিল না।

উল্লেখ্য, এর আগে গত ৫ জুলাই অনুষ্ঠিত পিএসসির অধীনে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির দু’জন উপ-পরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়।

রেলওয়ের এ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছিল পিএসসি। ওই সময় এই নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও করেছিলেন চাকরিপ্রার্থীরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়