শ্রমিকদের সমস্যা সমাধানে প্রয়োজন কার্যকর পদক্ষেপ: শ্রম উপদেষ্টা
নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
শ্রমখাতে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনার নীতিমালা ও কৌশল নির্ধারণে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
শ্রম উপদেষ্টা বলেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম দেশের শ্রমঘন অঞ্চল ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় বিস্তার করতে হবে। পাশাপাশি এর কেন্দ্রগুলোর মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্য, সেইফটি ও দক্ষতা উন্নয়ন ও গবেষণায় কাজ করতে হবে।
সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে আছি। মালিক বা সরকার হোক, দাবি বাস্তবায়নে কাজ করব। শ্রমিকদের কাছে একটু সময় চাই। শ্রমিকদের সমস্যা সমাধানে জীবনের ঝুঁকি নিতেও রাজি আছি। শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করছে সরকার। তবে শ্রমিকদের মাঝে যে অসন্তোষ তা দূর করতে কিছুটা সময় লাগবে।
উপদেষ্টা বলেন, বিশ্বের বড় প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের বিভিন্ন সুবিধা দেয়। বড় প্রতিষ্ঠানগুলোর শ্রমিকরা যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্যসুবিধা পায়। চাকরির নিশ্চয়তাও পায়। ফলে হরহামেশাই সেখানে ধর্মঘট বা আন্দোলন হয় না।
তিনি আরও বলেন, আমরা উদ্যোক্তা তৈরি করেছি টাকার জন্য। অনেকে দেশের টাকা নিয়ে বিদেশে চলে গেছে। জনগণের টাকা নিয়ে, মার্সিডিজে চড়ে হাওয়া হয়ে গেছে। যাদের মায়া আছে দেশের প্রতি তাদের উদ্যোক্তা হিসেবে দরকার।
সভাপতির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ন্যাশনাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (এনওএসএইচটিআরআই) হবে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রের একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’। দ্রুত পুরোদমে এর কার্যক্রম শুরু করতে হবে। আজকের কর্মশালা থেকে পরিকল্পনা করে রোডম্যাপ তৈরি করতে হবে।
আইএলও কান্ট্রি ডিরেক্টর তুমো পুটিয়ানিন বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, শ্রমিকদের পুনর্বাসন এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে এনওএসএইচটিআরআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজবাংলাদেশ.কম/পলি