৪৬তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২১,৩৯৭
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ। ছবি: সংগৃহীত
৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এতে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
পিএসসি জানায়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে প্রকাশিত হয়।
এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেয় পিএসসি।
সে সিদ্ধান্ত অনুসারে আরও ১০ হাজার ৭৫৯ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করল পিএসসি। আগের ও বর্তমানের মিলে মোট ২১ হাজার ৩৯৭ জন লিখিত পরীক্ষার জন্য ডাক পেলেন।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করেন। এদের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ৭ এবং ৩০ নভেম্বর ২০২৩ তারিখে জারিকৃত ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী নিম্নোক্ত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল দেখতে ক্লিক করুন।
নিউজবাংলাদেশ.কম/পলি