শেখ হাসিনার পালানোর দৃশ্য মনে করতে বললেন উপদেষ্টা ফারুকী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারা দেশের ভেতরে এবং বাইরে বসে বীণ বাজাচ্ছে, তাদের কেবল শেখ হাসিনার পলায়নের দৃশ্য মনে করতে বললেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
বুধবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এমন হুঁশিয়ারি দেন।
ফারুকী আহ্বান করেন, আমরা যেনো একটু সংযমের পরিচয় দেই। আজকে চট্টগ্রামে আইনজীবি হত্যার ঘটনায় অপরাধীদের ধরার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট। আসুন আমরা জাস্ট সজাগ থাকি, এক থাকি।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল–সংলগ্ন এলাকায় সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজবাংলাদেশ.কম/পলি