ফ্যাসিস্টরা অস্থিরতা তৈরিতে দুর্নীতির টাকা ব্যবহার করছে: নাহিদ ইসলাম

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ফাইল ফটো
দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এরই অংশ হিসেবে গেল দুই দিন দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা হয়েছে। এসব অস্থিরতা তৈরিতে ফ্যাসিস্টরা দুর্নীতির টাকা ব্যবহার করছে।’
মঙ্গলবার (২৬ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় তিনি গণ-অভ্যুত্থান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ভাঙচুর করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গত ফ্যাসিস্টদের আমলে গণমাধ্যমে এক শ্রেণির দোসর সৃষ্টি হয়েছিল। ফলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে।’
দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরিতে ফ্যাসিস্ট সরকারের ভূমিকা রয়েছে মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, ‘এই ষড়যন্ত্রের পেছনে ফ্যাসিস্ট সরকার লুটপাটের প্রচুর অর্থ ব্যয় করছে।’ বিপ্লবের কারণে পুলিশের ল অ্যান্ড অর্ডার মিস হতে পারে উল্লেখ করে তিনি পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন।
এই সরকারের মেয়াদেই সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা।
নিউজবাংলাদেশ.কম/এনডি