সরকারি চাকরিতে আসছে বড় নিয়োগ
বাংলাদেশ সচিবালয়। ছবি: সংগৃহীত
সরকারি চাকরিতে শূন্যপদ পূরণে ক্যাডার ও নন–ক্যাডার মিলে ২০ হাজার নতুন নিয়োগ আসছে।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, ২০ হাজার নতুন নিয়োগ আসছে। এখানে সব কটিই কর্মকর্তা পদ। বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে, নাকি বিশেষ বিসিএস হবে, তা দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেওয়া হবে।
তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে কথা বলবেন। নিয়োগের ব্যাপারে তিনিই বিস্তারিত সবকিছু জানাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৩ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারি চাকরিতে মোট পদ ১৯ লাখ ১৬ হাজার ৫১৯ টি। এরমধ্যে কর্মকর্তা কর্মচারী আছেন ১৪ লাখ ৪৩ হাজার ৫১৮ জন। চার লাখ ৭৩ হাজার একটি পদ শূন্য রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি