News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৭, ১১ নভেম্বর ২০২৪
আপডেট: ২১:১৮, ১১ নভেম্বর ২০২৪

পুলিশের ৬৪ কর্মকর্তার রদবদল

পুলিশের ৬৪ কর্মকর্তার রদবদল

পুলিশে আরো এক দফা বড় রদবদল হয়েছে। ডিআইজি থেকে পুলিশ সুপার পর্যন্ত ৬৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে ৪৮ জনকে বিভিন্ন স্থানে বদলি এবং বিভিন্ন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে ১৬ জনকে।

তাদের মধ্যে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ স্টাফ কলেজের ডিআইজি নাজমুর করিম খান।

আগের কমিশনার খোন্দকার রফিকুলকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশের বিশেষ শাখার প্রধান করা হয়। এরপর এ পদে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি পৃথক আদেশে সোমবার উপ মহাপরিদর্শকে (ডিআইজি) থেকে পুলিশ সুপার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পদে পুলিশের দায়িত্ব পালন করা ৬৪ কর্মকর্তাকে পরিবর্তন করে।

তাদের মধ্যে ১৬ কর্মকর্তাকে ডিআইজি রেঞ্জ অফিসসহ বিভিন্ন দপ্তরে সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত হওয়া কর্মকর্তারা বলছেন, তাদের ‘ওএসডি’ করা হয়েছে।

এক আদেশে একজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি এবং নয়জন পুলিশ সুপার পদের কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সংযুক্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে হাইওয়ে রেঞ্জের ডিআইজি আতিকা ইসলামকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, পুলিশ সদরের অতিরিক্ত ডিআইজি এস এম এমরান হোসেনকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে একটি রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সদ্য সংযুক্ত হওয়া একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের ওএসডি করছে। এরপরে কী করবে আল্লাই জানে। তবে আমরা তো ডিএমপিতে ছিলাম না, ওই সময় আমাদের ইউনিট অপারেশনেও ছিল না।”

আরেক আদেশে ডিআইজি নাজমুরকে গাজীপুরের কমিশনারের দায়িত্ব দিয়ে তিনিসহ ৪৮ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এসব কর্মকর্তারা ডিআইজি থেকে পুলিশ সুপার পদমর্যাদার।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়