News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৯, ১০ নভেম্বর ২০২৪
আপডেট: ১৯:৪৯, ১০ নভেম্বর ২০২৪

আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের, সন্ধ্যায় শপথ

আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের, সন্ধ্যায় শপথ

ফাইল ফটো

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার দ্বিতীয় দফায় বাড়ছে। গঠিত হওয়ার তিন মাসের মাথায় এ সিদ্ধান্ত এলো।

মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন। ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

সরকারের তরফ থেকে কোনো নাম বা সংখ্যা প্রকাশ করা না হলেও বঙ্গভবনের একজন কর্মকর্তা বলেছেন, নতুন পাঁচজন উপদেষ্টার শপথের আয়োজন করা হয়েছে সেখানে।

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছনাত হুমায়ুন কবীরও বলেছেন, পাঁচজন উপদেষ্টার জন্য সরকারি গাড়ি প্রস্তুত রেখেছেন তারা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ অগাস্ট নোবেল বিজীয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা সরকারে যুক্ত হয়েছেন। নতুন পাঁচজন যুক্ত হলে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা হবে ২৫ জন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়