‘ইসরায়েল’ শব্দটি তুলে নেওয়া ভালো হয়নি: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজ ভূমের জন্য সংগ্রামরত ফিলিস্তিনের জনগণের পক্ষে যখন গোটা পৃথিবী দাঁড়াচ্ছে, সেই সময় বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে ‘ইসরায়েল’ শব্দটি তুলে নেওয়াটা ভালো কাজ হয়নি।
বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে বিএনপির পক্ষ থেকে দেশটির যুদ্ধাহত জনগণের চিকিৎসায় ওষুধ ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় মির্জা ফখরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘ফিলিস্তিনের জনগণের ওপর অন্যায় আক্রমণ করা হয়েছে এবং নারী-শিশুসহ ২০০ মানুষকে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষকে আহত করা হয়েছে, তাদের বাড়িঘর, স্কুল, হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। আমরা এই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছি, ফিলিস্তিনের প্রেসিডেন্টকে চিঠি লিখে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। আজকে আমরা কিছু ওষুধ ও চিকিৎসার কিছু সরঞ্জাম নিয়ে এসেছি, যা সামান্য হলেও তাদের সাহায্য করবে।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ফিলিস্তিনের জনগণের এই সংগ্রামের সময়, যখন তারা নিজস্ব ভূমের জন্য একটি ন্যায়সংগত লড়াই করছে, সেই সময় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট থেকে “ইসরায়েল” শব্দটি তুলে নেওয়াতে আমরা অত্যন্ত দুঃখ বোধ করেছি। আমরা মনে করি, ফিলিস্তিনিদের সংগ্রামের সময় যখন তাদের পক্ষে গোটা পৃথিবী দাঁড়াচ্ছে, সেই সময় এটা খুব একটা ভালো কাজ হয়নি।’
একটি কাভার্ডভ্যানে করে ওষুধসামগ্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের কাছে পৌঁছে দেওয়া হয়। এ সময় বিএনপির মহাসচিব ছাড়াও দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এই সহযোগিতার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার সুস্থতা কামনা করেন।
রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের ফিলিস্তিনি জনগণ আপনাদের এই সহযোগিতার কথা কখনো ভুলবে না। আমরা বাংলাদেশের জনগণের শুভ কামনা করি। একই সঙ্গে আমরা বাংলাদেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করছি।’
নিউজবাংলাদেশ.কম/এএস