News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৪, ২৪ মে ২০২১

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিল না ভবিষ্যতেও হবে না: তথ্যমন্ত্রী

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিল না ভবিষ্যতেও হবে না: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক নিয়মের কারণে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গটি বাদ দেওয়া হয়েছে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশটির সঙ্গে কূটনীতিক সম্পর্ক অতীতেও ছিল না, ভবিষ্যতেও হবে না।

সোমবার সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “ইসরাইলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। ভবিষ্যতেও হওয়ার কোনা সম্ভাবনা নাই এবং পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশিদের জন্য ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল আছে, থাকবে। একইসাথে ইসরাইলি পাসপোর্ট নিয়ে কারো বাংলাদেশে আসাও বন্ধ থাকবে।"

সম্প্রতি বাংলাদেশি পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ বাক্যটিতে পরিবতর্ন আনা হয়েছে। বাদ দেওয়া হয়েছে ‘ইসরায়েল ব্যতীত’ কথাটি।

সরকার বলছে, পাসপোর্টের ‘আন্তর্জাতিক মান’ রাখতে গিয়ে এই পরিবর্তন।

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপ পরিচালক রাষ্ট্রদূত গিলাড কোহেনের একটি টুইটে বাংলাদেশ ইসরায়েলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা ‘তুলে নিয়েছে’ মন্তব্য করে স্বাগত জানানোর পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাংলাদেশ সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “পাসপোর্টে পরিবর্তনটা ইন্টারন্যাশনাল নর্মসের কারণে করা হয়েছে। কোনোভাবেই এতে ইসরায়েলের উল্লাসিত হওয়ার কারণ নেই।

তিনি বলেন, “পৃথিবীর অনেক মুসলিম দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নাই, তাদের নাগরিকরা ইসরায়েল ভ্রমণ করে না তাদের পাসপোর্ট নিয়ে। কিন্তু তাদের পাসপোর্টে সেই কথাটি উল্লেখ নাই, আমাদের পাসপোর্টে যেটি উল্লেখ ছিল।”

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সম্পর্কে বাংলাদেশ সরকারের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে হাছান মাহমুদ বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে নীতি, ইসরায়েল আগ্রাসনের মাধ্যমে মানবতার বিরুদ্ধে যে অপরাধ নিয়মিতভাবে সংগঠিত করে আসছে, সেটির বিরুদ্ধে বাংলাদেশের যে অবস্থান, তা একই জায়গায় আছে। বরং সাম্প্রতিক যে ইসরায়েলের পক্ষ থেকে যে হামলা হয়েছে বাংলাদেশ আরো সংক্ষুব্ধ হয়েছে, প্রতিবাদ জানিয়েছে।"

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়