News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২০, ১৯ মে ২০২১
আপডেট: ১৩:২৩, ১৯ মে ২০২১

সাংবাদিকদের মানববন্ধন: রোজিনার দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি

সাংবাদিকদের মানববন্ধন: রোজিনার দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি

সাংবাদিক রোজিনা ইসলামকে নিপীড়ন ও গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছেন সাংবাদিকরা। 

বুধবার সকাল ১১টা থেকে তারা এ মানববন্ধন শুরু করেন।

মানববন্ধনে রোজিনার দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানান সাংবাদিকরা। মানববন্ধনে অংশ নিয়েছে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), রংপুর বিভাগীয় সাংবাদিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফটোসাংবাদিক অ্যাসোসিয়েশন।

ঘটনাস্থল থেকে প্রতিবেদক জানিয়েছেন, প্রেসক্লাবের সামনের মানববন্ধন প্রায় শেষের দিকে। সেখান থেকে সাংবাদিকরা যাবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে। সেখানে গিয়ে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি শুরু হবে।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার সকালে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক আরিফুর রহমান সরদার সাংবাদিক রোজিনা ইসলামকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। বেলা ১১টার পরে ঢাকা মহানগর হাকিম মো. জসিম রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়