করোনা: দৈনিক শনাক্ত হাজারের নিচে নামলো, মৃত্যু ২৬
দেশে করোনাভাইরাসের সংক্রমণ আর মৃত্যু আরও খানিকটা কমে আসার সুখবর এল রোজার ঈদের দিনে। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৮৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১০২ জনে।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১২৮টি আরটি-পিসিআর ল্যাব, ৩৬টি জিন-এক্সপার্ট ল্যাব এবং ২৯৫টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ৪৫৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৫৬৭টি। নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৮৩৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৬ লাখ ৯৮ হাজার ৫২৮টি।
ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন।
২৪ ঘণ্টায় মৃত ২৬ জনের মধ্যে পুরষ ১৯ জন ও নারী ৭ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮ হাজার ৭৬২ জন এবং নারী ৩ হাজার ৩৪০ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
মৃত ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে ৭ জন, রংপুর ও খুলনায় তিনজন করে ৬ জন এবং সিলেট ও রাজশাহীতে দুইজন করে ৪ জন রয়েছেন। তাদের সবাই হাসপাতালেই মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৮৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩২৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ ২৭ হাজার ৭৬৮ জন, আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৯ হাজার ৮১৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৯৫৪ জন।
নিউজবাংলাদেশ.কম/এএস