News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২২, ১৪ মে ২০২১
আপডেট: ২১:৫৩, ১৪ মে ২০২১

করোনা মহামারি শেষ হওয়ার প্রার্থনা করছি: তথ্যমন্ত্রী

করোনা মহামারি শেষ হওয়ার প্রার্থনা করছি: তথ্যমন্ত্রী

বাংলাদেশসহ সারাবিশ্বে করোনা মহামারি যেন শেষ হয়ে যায় এই প্রার্থনা করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

তিনি বলেন, ঈদের দিন আল্লাহর কাছে প্রার্থনা করি, দেশ ভয়াবহ করোনা মহামারি থেকে মুক্তি পাক।  দেশে যে উন্নতি সাধিত হচ্ছে তা অব্যাহত থাকুক।  বাংলাদেশের সব মানুষ সুখে থাক। ভালো থাক। তাদের জীবনে সমৃদ্ধি আসুক।

শুক্রবার (১৪ মে) জাতীয় বায়তুল মোকাররম মসজিদে ঈদুল ফিতরের তৃতীয় জামাত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ দিনে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, ফিলিস্তিনি মুসলমানদের ওপর যে হামলা হচ্ছে তা যেন বন্ধ হয়ে যায়, যেন শান্তি ফিরে আসে।  পাশাপাশি আমি এই হামলার নিন্দা জানাই।

তথ্যমন্ত্রী বলেন, ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলার তীব্র প্রতিবাদ করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠিত হোক। সেখানে যে অমানবিক অন্যায়-অবিচার চলছে তা বন্ধ হোক।

এর আগে শুক্রবার (১৪ মে) সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।  এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।  মুকাব্বির হিসেবে ছিলেন মসজিদের মোয়াজ্জিন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।  তৃতীয়টি সকাল ৯টায় এবং চতুর্থ শুরু হয়েছে সকাল ১০টায়।  সর্বশেষ ঈদ জামাতটি হবে বেলা পৌনে ১১টায়।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়