News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৪, ১২ মে ২০২১

৯৭.৫৪ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ

৯৭.৫৪ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ

এবারের ঈদে তৈরি পোশাক কারখানায় দুই একটি কারখানা বাদে প্রায় শতভাগ কারখানাতেই বেতন-বোনাস নিশ্চিত করতে পেরেছেন মালিকপক্ষ। বিজিএমইএর হিসাব মতে, গত মঙ্গলবার পর্যন্ত ৯৭ দশমিক ৫৪ শতাংশ কারখানায় বেতন পরিশোধ করা হয়েছে। আর ৯৯ শতাংশ কারখানার শ্রমিকরা ঈদের বোনাস পেয়েছেন।
বিজিএমইএর (বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি) সভাপতি ফারুক হাসান বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ফারুক হাসান বলেন, বিজিএমইএর সদস্যভুক্ত চলমান কারখানা ১ হাজার ৯১৩টি। এর মধ্যে ঢাকা অঞ্চলে ১ হাজার ৬৬৭টি ও চট্টগ্রামে ২৪৬টি। গত মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ৮৬৬টি কারখানা বেতন সম্পন্ন করেছে। যা শতকরা হিসাবে ৯৭ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৬৫২টি ও চট্টগ্রামে ২১৪টি। আর ঢাকায় ১ হাজার ৮৮২টি কারখানা বোনাস পরিশোধ করেছে। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৬৫৯টি ও চট্টগ্রামে ২২৩টি কারখানা বোনাস পরিশোধ করেছে। যা শতকরা ৯৯ শতাংশ।
তিনি আরও বলেন, ঢাকায় আজ বুধবার ১৫টি কারখানা এবং চট্টগ্রামে ৮টি কারখানা এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে। এছাড়া চট্টগ্রামে ৩২টি কারখানা বেতন এবং ২৩টি কারখানা বোনাস পরিশোধ করবে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়