চীনের ৫ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে
চীনের উপহারের পাঁচ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় এসেছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি এ ভ্যাকসিনের চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং ভ্যাকসিনগুলো পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করবেন।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা ১২ মিনিটে ভ্যাকসিন আনতে বিমান বাহিনীর সি-১৩০জে উড়োজাহাজটি ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা দেয়।
২০২০ সালের শুরুর দিকে বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস বিবিআইবিপি-করভি নামের নিষ্ক্রিয় করোনাভাইরাসের একটি টিকা তৈরি করে, যা সিনোফার্ম নামেও পরিচিত।
গত ২৯ এপ্রিল বাংলাদেশ সরকার জরুরি ব্যবহারের জন্যে সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) ইতোমধ্যে জরুরি ব্যবহারের জন্য সিনোফার্মের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ