মমতাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
টানা তিনবারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
মমতা নিজের আসনে পরাজিত হলেও তার দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে ধরাশায়ী নিরঙ্কুশ জয় পেয়েছে।
বুধবার দুপুরে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দাপ্তরিক ভবন রাজভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়।
সংবিধান অনুযায়ী মমতাকে ছয় মাসের মধ্যে রাজ্যের কোনো একটি আসনে জয়ী হয়ে আসতে হবে বিধানসভায়।
স্বল্প পরিসরের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে তৃণমূলের কয়েকজন শীর্ষ নেতা ছাড়াও আমন্ত্রণ জানানো হয় সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিদায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিজেপির পরিষদীয় দলের নেতা মনোজ টিগ্গা, বিদায়ী বিরোধীদলীয় নেতা কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ও তৃণমূলের ভোট-কুশলী প্রশান্ত কিশোরকে।
বৃহস্পতি ও শুক্রবার চার দফায় নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন নবনিযুক্ত স্পিকার সুব্রত মুখোপাধ্যায়।
৯ মে রাজ্যের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রাজভবনেই।
নিউজবাংলাদেশ.কম/এনডি