News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৮, ৬ মে ২০২১

‘যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপন করুন’

‘যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপন করুন’

আসন্ন ঈদে যে যেখানে অবস্থান করছে সেখানেই ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “করোনাকালীন সময়ে বেঁচে থাকলে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা হবে। এজন্য জীবনের ঝুঁকি নিয়ে ঈদ উপলক্ষে সবাই ছোটাছুটি করবেন না। যে যেখানে অবস্থান করছেন সেখানেই ঈদ উদযাপন করুন।”

বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার অবকাঠামো ও জলযানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী গণভবন থেকে নৌপরিবহন মন্ত্রণালয় ও বিভিন্ন প্রকল্প এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে জলযান ও অবকাঠামোর উদ্বোধন ঘোষণা করেন।

গণভবন প্রান্তে অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অন্যদিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি যে কোভিড-১৯ মহামারি আমাদের দেশের মানুষকে সত্যি খুব কষ্ট দিচ্ছে। আমরা সরকারের পক্ষ থেকে যথাযথভাবে সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা ক্ষতিগ্রস্ত হতদরিদ্র, কর্মহীন বা দিনমজুর এবং যারা এখন কাজ করতে পারছেন না তাদের সহযোগিতা করা হচ্ছে। ইতোমধ্যে ৩৬ লাখ ৫০ হাজার অসহায় মানুষের জন্য আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দিয়েছি। তাছাড়া রোজার মাসে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।”

শেখ হাসিনা বলেন, “যারা বিত্তশালী আছেন তারা দুস্থদের সহযোগিতা করবেন। এটা আরও বেশি সওয়াবের কাজ হবে বলে আমি মনে করি। এভাবে আপনারা সবাই নিজেরা সুরক্ষিত থাকেন।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়