আনসার আল ইসলামের সদস্যসহ আটক ২
জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করায় সাকিব নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া উস্কানিমূলক বক্তব্য দেয়ায় আলী হাসান ওসামা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর উপকমিশনার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বৃহস্পতিবার ভোররাতে রাজবাড়ী জেলা থেকে আলী হাসান ওসামা নামে ওই ব্যক্তিকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট আটক করে।”
এ ছাড়া, জাতীয় সংসদ ভবনে হামলার পরিকল্পনা করায় সাকিব নামে আনসার আল ইসলামের এক সদস্যকে বুধবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর শেরে বাংলা নগর থেকে আটক করা হয়।
সিটিটিসি সূত্র জানায়, সাকিব কালো পতাকা ও তলোয়ার হাতে সংসদ ভবনে হামলার ঘোষণা দিয়েছিলেন। আলী হাসান ওসামাকে বাংলা ওসামাও বলা হয়। ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার ঘটনায় উস্কানিমূলক বক্তব্য দেয়ায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মুফতি জসিম উদ্দিন রহমানীর মতো ওসামা আনসার আল ইসলামের সদস্যদের কাছে আধ্যাত্মিক বক্তা হিসেবে পরিচিত। তার বক্তব্য ও বই আনসার আল ইসলাম তাদের সদস্যদের মধ্যে প্রচার করে। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের সঙ্গে আলী হাসান ওসামা সংশ্লিষ্টতার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।”
নিউজবাংলাদেশ.কম/এফএ