ঈদে আসছে ১৪ হাজার কোটি টাকার নতুন নোট
মহামারির মধ্যে রোজা ও ঈদের কথা বিবেচনায় নিয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদ উপলক্ষে ১৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে। অবশ্য এর মধ্যে এখন পর্যন্ত ৪ হাজার কোটি টাকা বাজারে চলে গেছে। বাকী ১০ হাজার কোটি টাকার নোট আছে।
আরও বলেন, করোনার বিধি নিষেধের কারণে আগের মতো জনসাধারণের কাছে নতুন নোট বিনিময় করছে না ব্যাংকটি। ব্যাংকগুলোর গ্রাহকরা লেনদেনের সময় নতুন টাকা নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এছাড়া অনেক এটিএম বুথেও নতুন নোট দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নোটের মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট। আগের মতো সমপরিমাণ পুরনো নোট বাজার থেকে অপসারণ করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস