News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৩, ২ মে ২০২১

করোনা টিকায় বেক্সিমকো ফার্মার আয় ৩৮ কোটি টাকা  

করোনা টিকায় বেক্সিমকো ফার্মার আয় ৩৮ কোটি টাকা  

ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাস প্রতিরোধ (কোভিড ১৯) টিকা আমদানি করে ৭৭ টাকা (টিকা প্রতি) আয় করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আর কোম্পানিটির মোট আয় করেছে ৩৮ কোটি টাকা। 

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ওয়েবসাইটে উল্লেখ করা হয়, জানুয়ারি-মার্চ সময়ে বেক্সিমকো সরকারকে ৫০ লাখ করোনার টিকা সরবরাহ করে ৩৮ কোটি ৩৭ লাখ টাকা আয় করেছে। সে হিসেবে টিকা প্রতি কোম্পানি আয় করেছে ৭৬ দশমিক ৭৪ টাকা।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই করোনার টিকা বাংলাদেশে আমদানির জন্য চুক্তিবদ্ধ একমাত্র প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। বাংলাদেশ সরকার, সেরাম ইনস্টিটিউট ও কোম্পানির মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তির আওতায় এ টিকা আমদানি করা হচ্ছে। গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এই টিকা সরকারকে সরবরাহ করেছে বেক্সিমকো। ৬ মাসের মধ্যে ৩ কোটি ডোজ করোনার টিকা আনার কথা থাকলেও বর্তমানে ভারত থেকে সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা দেশে আসা বন্ধ রয়েছে। 

এদিক রোববার বেক্সিমকো ফার্মার তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ২৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২ দশমিক শূন্য ২ টাকা। আর তিন প্রান্তিক মিলে অর্থাৎ ৯ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৮ দশমিক ২৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৫ দশমিক ৮৪ টাকা।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়