নাটোরে সিন্ডিকেট ভেঙে তরমুজের নতুন দাম নির্ধারণ
নাটোরের বাজারের সিন্ডিকেট ভেঙে তরমুজের দাম নির্ধারণ করে দিয়েছে জেলা পুলিশ। নতুন দামের কারণে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিলেও খুশি খুচরা ব্যবসায়ীরা। তরমুজের বাজারে কোনো সিন্ডিকেটের অস্তিত্ব না রাখার ঘোষণা দিলেন পুলিশ সুপার।
রমজান মাস শুরুতেই নাটোরের বাজার গুলোতে প্রতিকেজি তরমুজ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়। প্রচণ্ড দাবদহে তরমুজের চাহিদা বেড়ে যাওয়ায় গতসপ্তাহে খুচরা পর্যায়ে প্রতিকেজি তরমুজ বিক্রি হয় ৬৫ থেকে টাকায়। এই পর্যায়ে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল থেকে কেজি হিসাবে তরমুজ বিক্রি বন্ধ করে দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এই পরিস্থিতি শুক্রবার (৩০ এপ্রিল) থেকে নাটোর শহরের হরিশপুরে ৮টি এবং চকবৈদ্যনাথ এলাকার ৪টি আড়ত থেকে তরমুজ বিক্রি বন্ধ হয়ে যায়। জেলা পুলিশের সঙ্গে পাইকারি ও খুচরা ব্যাবসায়ীদের পাশাপাশি আড়তদারদের বৈঠকে পুলিশ তরমুজের নতুন দাম ঠিক করে দেয়।
নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, 'মাঠ পর্যায়ের কৃষকরা অতিরিক্ত দাম পাননা। মধ্যস্বত্বভোগিরা কমদামে তরমুজ কিনে অতিরিক্ত দামে বিক্রি করে। তাই তাদের সিন্ডিকেট ভেঙ্গে দেয়া হয়েছে।'
শনিবার (১ মে) সকাল থেকে পুলিশের দেয়া নতুন দামে তরমুজ বিক্রি হওয়ায় খুশি খুচরা ক্রেতারা।
চলতি বছর নাটোর জেলায় ৬২০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। গত সপ্তাহ পর্যন্ত ২১০ হেক্টর জমির প্রায় ৯ হাজার মেট্রিক টন তরমুজ বাজারজাত হয়েছে।