আন্তর্জাতিক ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ
দেশে কঠোর লকডাউনের মেয়াদ বাড়ায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ ৫ মে পর্যন্ত বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে আটটি দেশে বিশেষ ফ্লাইট ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো যথারীতি চলবে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান মঙ্গলবার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়ে বলেন, “২৮ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ ছিল, সেটি ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।”
তবে এই সময়ে প্রবাসীদের আসা-যাওয়ার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সিঙ্গাপুর, কাতার, চীন, কুয়েত ও বাহরাইনে ‘বিশেষ বিবেচনায়’ পরিচালিত ফ্লাইটগুলো আগের মতোই চলবে বলে জানান বেবিচক চেয়ারম্যান।
এই আটটি দেশে বিশেষ ফ্লাইটের মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়িয়েছে বেবিচক।
চলমান বিধিনিষেধের মধ্যে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে-বিদেশে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বেবিচক। পরে ২১ এপ্রিল থেকে কক্সবাজার ছাড়া দেশের সব অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/এফএ