দেশীয় শিল্প বিকাশে সরকারের সহায়তা অব্যহত থাকবে
সরকার দেশীয় শিল্প বিকাশে সব ধরনের সহায়তা দিয়ে আসছে। আগামী দিনগুলোতে তাদের সব ধরনের সহায়তা দিতে সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার ‘শিল্পায়নে বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিইইএমইএ) জুমে এ ওয়েবিনারের আয়োজন করে।
বিশেষ অতিথি ছিলেন সিপিটিইউর মহাপরিচালক ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সোহেলার রহমান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিইইএমইএর মহাসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘এটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক যে, দেশে ইলেকট্রনিক্স খাতে প্রায় ৫ হাজারের মতো প্রতিষ্ঠান আছে। যেখানে প্রায় ১২ লাখ মানুষ সম্পৃক্ত আছেন। সরকার দেশীয় শিল্প বিকাশে সব ধরনের সহায়তা দিয়ে আসছে। আগামী দিনগুলোতে তাদের সব ধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত আছি।’
ওয়েবিনারে বক্তারা জানান, ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। এই খাত এখন দেশের চাহিদা মিটিয়ে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত পণ্য রপ্তানি হচ্ছে। অথচ সরকারি কেনাকাটায় উপেক্ষিত থাকছে দেশে তৈরি এসব পণ্য। এজন্য পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) সংশোধন জরুরি।
সরকারি কেনাকাটায় দেশীয় শিল্প খাতকে অগ্রাধিকার দেওয়া এখন সময়ের দাবি জানিয়ে তারা বলেন, দেশীয় শিল্প সহায়ক নীতিমালা প্রণীত হলেই চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। লাভবান হবে দেশ ও দেশের মানুষ।
নিউজবাংলাদেশ.কম/এনডি