News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৯, ২৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:০৭, ২৫ এপ্রিল ২০২১

দেশে করোনায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়ালো

দেশে করোনায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়ালো

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আবারও ১০১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২ হাজার ৯২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৩ জনে।
এর আগে চলতি মাসের ১৯ তারিখ দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয় ১১২ জন এবং চলতি মাসের ১৬ তারিখ করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১০১।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১২২টি আরটি-পিসিআর ল্যাব, ৩৪টি জিন-এক্সপার্ট ল্যাব এবং ১৯৪টি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ৩৫০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ৪৪৮টি। ২৪ ঘন্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৯২২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ লাখ ৪৫ হাজার ৫০১টি।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৩০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।
২৪ ঘণ্টায় মৃত ১০১ জনের মধ্যে পুরষ ৫২ জন ও নারী ৪৯ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮ হাজার ১২০ জন এবং নারী ২ হাজার ৯৩৩ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ৬৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

মৃত ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৪ জন, চট্টগ্রামে ২৩ জন, খুলনায় ৫ জন, বরিশালে ৭ জন, সিলেটে ৮ জন, রংপুরে ২ জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে ২ জন রয়েছেন। তাদের সবাই হাসপাতালেই মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৬৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৮১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ ২০ হাজার ১৯৬ জন, আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৭৫৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৪৩৮ জন।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়