News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৪, ২৫ এপ্রিল ২০২১

ওকাবের আহ্বায়ক কমিটি গঠন

ওকাবের আহ্বায়ক কমিটি গঠন

ঢাকায় কর্মরত বিদেশী মিডিয়ার সাংবাদিকদের সংগঠন ওকাব'র (ওভারসিস করস্পন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিবিসির সংবাদদাতা কাদির কল্লোলকে আহ্বায়ক এবং জার্মান নিউজ এজেন্সী ডিপিএ'র নজরুল ইসলাম মিঠুকে সদস্য সচিব করে গঠিত ৯ সদস্যের কমিটি আগামী ৬ মাসের মধ্যে (সর্বনিম্ন) একটি নির্বাচিত কমিটির কাছে সমিতির দায়িত্ব হস্তান্তর করবে। ওকাবের সিনিয়র সদস্য ফরিদ হোসেনের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় শনিবার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- জাহিদুজ্জামান ফারুক, ফরিদ হোসেন, রফিকুর রহমান, বাসুদেব ধর, শফিকুল আলম, জুলহাস আলম এবং হারুন উর রশীদ। আহবায়ক কমিটি নির্বাচনের আগে সংগঠনের রুটিন কাজগুলোও সম্পন্ন করবে।

সভায় সংগঠনের সদস্য হাসান শাহরিয়ার, জগলুল আহমেদ চৌধুরী, জহুরুল হক ও এ জেড এম আনাসসহ অন্যান্য সাংবাদিকদের মৃত্যুতে গভীর শোক জানিয়ে তাদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের সদস্য পাভেল রহমানের একুশে পদক প্রাপ্তিতে সভা তাকে অভিনন্দন জানায়।

সভায় বিদেশী সংবাদমাধ্যমে কর্মরত ১১ জনকে ওকাব'র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। অন্যান্যের মধ্যে ওকাব সদস্য জাহিদুজ্জামান ফারুক, মতিউর রহমান চৌধুরী, পাভেল রহমান, আমির খসরু, নিজামুদ্দিন আহমেদ, বসুদেব ধর, ওয়ালিউর রহমান মিরাজ ও আনিসুর রহমান সভায় উপস্থিত ছিলেন।


 

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়